🍨 বয়স ৯১ বছর কে বলবে! এই বয়সে এসেও একটা তাল মিস করলেন না। উল্টে গানের সঙ্গে তাক লাগালেন নেচেও! এদিন দুবাইয়ের একটি শোতে ভিকি কৌশলের ব্যাড নিউজ ছবির হিট গান তওবা তওবার হুকস্টেপ করলেন আশা ভোঁসলে। বুঝিয়ে দিলেন বয়স যতই হোক বর্তমান ট্রেন্ডের সঙ্গে ওয়াকিবহাল।
আরও পড়ুন: ಞফের রেকর্ড দেবের ‘খাদান’-এর, ৩ সপ্তাহে পার ৪ কোটি ভিউজ ‘কিশোরী’র! মুকুটে জুড়ল কোন তকমা?
তওবা তওবার সুরে নাচলেন আশা ভোঁসলে
𝕴সোমবার, ৩০ ডিসেম্বর দুবাইয়ের একটি কনসার্টের ভিডিয়ো দারুণ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে আশা ভোঁসলে একটি সাদা শাড়ি পরে পারফর্ম করছেন। গাইছেন আনন্দ তিওয়ারির ছবি ব্যাড নিউজ থেকে করণ আঁজলার গাওয়া তওবা তওবা গানটি। শুধুই কি তাই? গানটি গাওয়ার পাশাপাশি তিনি ছবিতে দেখতে পাওয়া ভিকি কৌশলের হুকস্টেপও করার চেষ্টা করছেন। আর এই বয়সে তাঁর এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। দর্শকরা রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর এই রূপ দেখে।
𓆉কেবল দর্শকরা নন। মুগ্ধ নেটপাড়াও। এক ব্যক্তি লেখেন, '২০২৪ সালের আমার বিঙ্গো কার্ডে মোটেও এটা ছিল না যে আমি আশা ভোঁসলেকে খালি তওবা তওবা গাইতে শুনব সেটাই নয়, তাতে নাচতেও দেখব। লিজেন্ডারি।' আরেকজন লেখেন, 'ওমা কী মিষ্টি করে নাচলেন!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ভুললে হবে না উনি যা করছেন সবটাই ৯১ বছর বয়সে। আমি ৬০ বছর বয়সী এমন অনেক লোককে চিনি যাঁরা ওই বয়সে ঠিক ভাবে হাঁটতেও পারেন না। আর এদিকে উনি সবটা কী দারুণ ভাবে করছেন। সত্যিই যেন রানি!' দেখে নিন সেই ভিডিয়ো।
করণ আঁজলা কী বললেন?
♑করণ আঁজলা এদিন এই ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি আশা ভোঁসলের জন্য একটি বার্তা লেখেন। লেখেন, 'সঙ্গীতের জীবিত ঈশ্বর আশা ভোঁসলে জি তওবা তওবা গাইলেন। যে গানটি একটা আদ্যোপান্ত ছোট্ট গ্রামে বড় হয়েছে, কোনও সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড নেই, সঙ্গীতের কোনও যন্ত্রের জ্ঞান নেই এমন একজন লিখেছেন, এমন একজন সুর দিয়েছে যার কোনও বাদ্যযন্ত্র বাজানোর অভিজ্ঞতা নেই। এই গানটা প্রচুর ভালোবাসা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে ভক্তদের মধ্যে তো বটেই, সঙ্গীত শিল্পীদের মধ্যেই। কিন্তু এই মুহূর্তটা সত্যিই আইকনিক। আর আমি কখনই ভুলব না। আমি খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ওঁকে। এটা আমায় সত্যিই অনুপ্রেরণা জোগাল আরও এমন গান বানানোর জন্য।'
ꦓতিনি এদিন একই সঙ্গে আসা ভোঁসলের সেই পারফরমেন্সের ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমি এটা ২৭ বছরে লিখেছি। আর উনি ৯১ বছরে আমার থেকে ভালো গাইলেন।'
আরও পড়ুন:ꦏ পুষ্পা ২ জ্বরে ধরাশায়ী বেবি জন! শনিবার সাড়ে ১২ কোটি আয় আল্লুর ছবির, কী হাল বরুণের?
🍸এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এদিন দুবাইয়ের এই কনসার্টে আশা ভোঁসলে ছাড়াও সোনু নিগম পারফর্ম করেছেন।