⛦ করিনা কাপুরের টক শোতে বিভিন্ন সময় বিভিন্ন তারকারা অতিথি হিসেবে আসেন। তাঁর সেই জনপ্রিয় টক শোয়ের নাম হোয়াট ওমেন ওয়ান্ট। কিন্তু এই শোয়ে কী কী করেন করিনা, কেমন এক্সপ্রেশন দেন সেটাই এদিন এক কন্টেন্ট ক্রিয়েটর নকল করে দেখালেন। আর সেটা দেখে হেসে কূলকিনারা পাচ্ছে না নেটপাড়া। নিমেষে ভাইরাল হয়েছে ভিডিয়োও।
কী ঘটেছে?
💜এদিন সোনালি কাপুরি নামক এক মহিলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করিনা কাপুরকে অনুকরণ করে এই ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'সবার পছন্দের।' সঙ্গে লিখেছেন, 'করিনা তাঁর টক শোতে।' আর এই ভিডিয়োতে তারপর তিনি দেখান কীভাবে মুখ বেকিয়ে বা নাড়িয়ে কথা বলেন করিনা কাপুর। হাত কীভাবে নাড়ান বা এক্সপ্রেশন দেন সবটাই নিখুঁত ভাবে তুলে ধরেন।
ౠআর এই ভিডিয়ো দেখেই বেবোর সঙ্গে এত মিল পেয়েছে নেটিজেনরা যে হেসে হেসে কূলকিনারা পাচ্ছেন না তাঁরা। বর্তমানে এই ভিডিয়োটি প্রায় দেড় লাখ লাইক পেয়েছে। শেয়ার হয়েছে বহুবার।
কে কী বলছেন?
🦹এক ব্যক্তি লেখেন, 'পারফেক্ট। এক্সপ্রেশন অনুযায়ী একেবারে দশে দশ।' আরেকজন লেখেন, 'ওরে বাবা হেসে হেসে মরে গেলাম। কী ব্যাপক নকল করেছেন।' তৃতীয় ব্যক্তি লেখেজ 'এই মেয়েটা না সত্যি! দারুণ হয়েছে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ঠিক আছে। কিন্তু দীপিকার মিমিক্রিটাই সেরা হয়েছিল।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'ভাই তুই থাম। ভয়ঙ্কর হয়ে গিয়েছে ব্যাপারটা। আর হাসতে পারছি না।'
করিনা কাপুরের কাজ
ཧকরিনা কাপুরকে বাকিংহাম মার্ডার্সে দেখা গিয়েছিল। সেখানে অভিনেত্রী ভীষণ ভাবে নজর কেড়েছিলেন। এছাড়া বছরের শুরুতে ক্রু ছবিতেও তাক লাগিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ღগানে গানে চর্চিত প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গেই বছর শেষের উদযাপন কৃতির! সঙ্গ দিলেন ধোনি সহ কে কে?