সুশান্ত সিং রাজপুত মারা গিয়েছেন প্রায় ৪ বছর হল। এই ঘটনার পর রিয়ার জীবনে এসেছে নানা উত্থান পতন। তౠবে🔯 এখন গুঞ্জন অভিনেত্রী-মডেল রিয়া চক্রবর্তী নাকি উদ্যোক্তা ও ইউটিউবার নিখিল কামাথের সঙ্গে প্রেম করছেন? বর্তমানে গোয়ায় ছুটি কাটাচ্ছেন রিয়া, গুঞ্জন রিয়ার এই গোয়া সফরের সঙ্গীও নাকি নিখিল?
রিয়া চক্রবর্তী সমুদ্র সৈকতে বেশ কয়েকটি ছবি তুলে শ𒊎েয়ার করেছিলেন ইন্সটাগ্রামে💛। আর তা দেখেই নেটিজেনরা অনুমান করছেন যে, নতুন প্রেমিকের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটতে গোয়ায় গিয়েছেন তিনি। গোয়ার আসাগাও-এর একটি ক্যাফেতে নিখিল কামাথের সঙ্গে বেঙ্গালুরুর একজন প্রযুক্তিবিদের দৌড়ানোর ছবি প্রকাশ্যে আসার কয়েকদিন পরই রিয়া তাঁর এই ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেন। আর সেখান থেকেই রিয়ার প্রেমের গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে।
গত বছরের ডিসেম্বর রিয়া তাঁর ইনস্টাগ্রামে একটি বিচে তাঁর বেশ কয়েকটি ছ💎বি শেয়ার করেন। আর সেই ছবি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সামনে আসতেই তাঁরা দ্রুত বুঝে যান যে জায়গাটা গোয়া। একজন ব্যক্তি তো মরজিম সৈকতের নামটাও বলে দেন। তবে রিয়া পক্ষ থেকে জায়গার নাম প্রকাশ্যে আসেনি। এমনকী নিখি꧙ল কামাথের সঙ্গেও কোনও ছবি প্রকাশ করেননি তিনি।
আরও পড়ুন: বিনোদিন♌ী থিয়েটারে পর্দার ‘বিনোদিনী🅺’! বছরের প্রথম দিনই বড় চমক রুক্মিণীর
রিয়ার পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, ‘ওহ, নিখিলও আছে, রিয়াও আছে। এখন বিষয়টা পরিষ্কার হল।’ আরও এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী অভিনেত্রীকে প্রশ্ন করে🔥ন, ‘আপনার সঙ্গে নিখিল কামাথও আছেন?’
গতবছরের ১৭ ডিসেম্বর 'জেরোধা'র সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ সমুদ্র সৈকতে হাঁটার ছবি শেয়ার করেছিলেন। জায়গাটা♐ গোয়া বলে উল্লেখ না করলেও কয়েকদিন পর তাঁকে বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদের সঙ্গে গোয়ার এক ক্যাফেতে দেখতে পাওয়া যায়। নিখিল কামাথের ছবিতেও এক ব্যবহারকারী লেখেন, 'রিয়া চক্রবর্তী🍃কে দেখা যাচ্ছে না।' আরেকজন প্রশ্ন করেন, 'এই ছবিটা কে তুলেছে?'
আরও পড়ুন: বছরের প্রথম দিনই শুরু বিক্রম-দেবলীনার 'রাস'লীলা! প্রকাশ্যে এജল তথাগত ছবির পোস্টার
সম্প্রতি মুম্বইয়ে নিখিল কামাথের বাইকে দেখা যায় রিয়াকে। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্য𒁏াট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। অভিনেতার মৃত্যুর পর মিডিয়ার জোর নজরদারি শুরু হয় রিয়ার উপরে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সুশান্তের মৃত্যুর ঘটনার কয়েক মাস পর মাদক সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। ২০২🧸০ সালের অক্টোবরে তিনি জামিন পান।