By Sanjib Halder
Published 1 Jan, 2025
Hindustan Times
Bangla
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা ওয়েন রুনিকে ছেঁটে ফেলল প্লাইমাউথ আর্গিল।
প্লাইমাউথ আর্গিলের কোচের পদ থেকে ওয়েন রুনিকে বরখাস্ত করা হল।
মাত্র সাত মাস কোচের পদে দায়িত্বে থাকার পর, ওয়েন রুনিকে সরিয়ে দিল প্লাইমাউথ।ও এই সিরিজে খেলতে দেখা যেতে পারে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি প্লেয়ারকে মে মাসে আর্গিলের নতুন ম্যানেজার করা হয়েছিল।
কিন্তু ওয়েন রুনির মেয়াদ কালে প্লাইমাউথ আর্গিল সে ভাবে সাফল্য পায়নি।
এই মরশুমে দলকে মাত্র চারটি চ্যাম্পিয়নশিপ জয়ের পথ দেখিয়েছেন ওয়েন রুনি।
প্লাইমাউথ আর্গিলের তরফ থেকে বলা হয়েছে ক্লাব এবং প্রধান কোচকে নিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল।
এতে বলা হয়েছে ওয়েন রুনি ও ক্লাবের পারস্পরিকভাবে অবিলম্বে বিচ্ছেদের জন্য সম্মত হয়েছে।
রুনির সঙ্গে ক্লাব ছাড়বেন সহকারী প্রধান কোচ মাইক ফেলান এবং প্রথম দলের কোচ সাইমন আয়ারল্যান্ড
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88