By Priyanka Mukherjee
Published 11 Oct, 2024
Hindustan Times
Bangla
'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল?
পুজোর আগে ভালোবাসার মানুষের কাছ থেকে এসছিল উপহার। আর অষ্টমীর বিকালেই মমতা দিদির শাড়িতে নিজেকে সাজালেন মিঠাইরানি
হলুদ শাড়ির উপর সাতা সুতোর কাজ, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। ছিমছাম সাজেই অপরূপা সৌমিতৃষা
তাঁর স্টেটমেন্ট কানের দুল আর পছন্দের হাতঘড়ি বিশেষ নজর কাড়ল। খোলা চুল আর লাল লিপস্টিক-কাজলে হট অ্যান্ড সেক্সি সৌমি
পুজোর ঠিক আগেই আসন্ন ওয়েব সিরিজ কালরাত্রির শ্যুটিং শেষ করেছেন, এখন ব্যস্ত ছুটি কাটাতে
দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শাড়ির ঝলক শেয়ার করেছিলেন নায়িকা
সেই শাড়িতেই এদিন ঝলমলে মিঠাইরানি। ছবির ক্যাপশনে লিখেছেন,'পুজোর সাজ, শাড়ির কুঁচি ধরাটা প্রতিবার মোটেই candid নয় , আমিই ঢং করি!'
মমতার দেওয়া উপহারের ছবি পোস্ট করেছিলেন সৌমিতৃষা
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88