যশস্বী জসওয়ালের আউটকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স। আসলে যেই বলে যশস্বী জসওয়াল আউট হয়েছিলেন সেই বলটি করেছিলেন প্যাট কামিন্স। ম্যাচের পরে কামিন্সকে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ খুলেছেন প্যাটা কামিন্স। অজি অধিনায়ক বলেছেন যশস্বী নিজেও জানতেন তিনি আউট ছিলেন। তবে যশস্বী 🐭জসওয়াল নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন।
কী বললেন প্য়াট কামিন্স?
প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল যে, ‘পরিষ্কার বোঝা যাচ্ছিল সে আউট হওয়াটা কিছুতেই মেনে নিতে▨ পারছিলেন না। তবে আপনি এ বিষয়ে একেবারে নিশ্চিত ছিলেন। আপনি আসলে কী দেখেছিলেন?’ এই প্রশ্নের উত্তরে প্য়াট কামিন্স বলেন, ‘আমি যদি বডি রিডার হতাম তাহলে এটা বলতে পারতাম। আমি এটাই বলতে পারি যে, যশস্বী নিশ্চিতভাবে এটা জানত যে সে বলটাকে মেরেছিল।’
তবে উত্তর দেওয়ার পরে প্যাট কামিন্স বলেন, ‘এরপরে যখন সে দেখল যে এটা আল্ট্রা এজে দেখা যাচ্ছে না তখন সে নিজের ভাবনাটা বদলে ফেলেছিল। বলটা তো পথও পরিবর্তন করেছিল।’ এরপরে সাংবাদিক বলেন, ‘হ্যাꦆ এটা পরিষ্কার দেখা গিয়েছিল।’ এরপরে কামিন্স বলেন, ‘এটাই তো টেস্ট ম্য়াচের ক্রিকেট।’
দেখুন সেই ভিডিয়ো-
ঘটনাটি কী ঘটেছিল?
প্রকৃতপক্ষে, ভারতের দ্বিতীয় ইনিংসের ৭১ তম ওভারের সময়, কামিন্সের একটি শর্ট ডেলিভারিতে মারতে চেয়েছিলেন যশস্বী জসওয়াল। কিন্তু তাতে তিনি ব্যর্থ হন, এরপরে বলটি চলে যায় অ্যালেক্স কেরির হাতে। অস্ট্রেলিয়ানরা আউটের আপিল করতে থাকেন। যদিও মাঠের আম্পায়ার মনে করেন এটি আউট নয়। এই সময়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। যা পরে থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত🐲 আউট বলে নিশ্চিত করেন।
আম্পায়রের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর
মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে ভারতী♓য় তারকা ব্যাটসম্যান যশস্বী জসওয়ালের আউটকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। ম্যাচের তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতকে এক হাত🔯 নিয়েছেন সুনীল গাভাসকর। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন সকলে। সুনীল গাভাসকর তো বাংলাদেশের আম্পায়ারের সামনে একাধিক প্রশ্ন তুলে ধরেছেন।
আরও পড়ুন… ভালো নেতা তারাই হয় যারা… কাকে উদ্দেশ্য করে এমন বিতর্কিত বার্তা লিখলেন🔴 অশ্বিন
কী বলেছিলেন সুনীল গাভাসকর?
লাইভ ম্যাচ চলাকালীন চটে যান সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘এটা আম্পায়ারদের নেওয়া একটা সম্পূর্ণ ভুল সিদ্ধা⛎ন্ত। এটা পরিষ্কারভাবে আউট নয়। এটা আম্পায়ারদের সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আপনার কাছে স্নিকোমিটার আছে,আপনার কাছে টেকনোলজি রয়েছে, আপনি সেগুলো ব্যবহার করে ♌দেখুন কী হয়েছে। কোনও অপটিক্যাল ইলিউশনের উপর ভরসা করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল।’