༒ বছর প্রায় শেষের দিকে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগে প্রধানমন্ত্রী এই বছরের মতো তাঁর শেষ মন কী বাতে ভারতীয় অর্থনীতিতে ভারতীয় ছবির অবদানের কথা বলতেই জবাব দিলেন শাহরুখ খান। কী লিখলেন কিং খান।
আরও পড়ুন: ✱লাপাতা লেডিজ, অমর সিং চমকিলা, বহুরূপী: ২০২৪-এ তাক লাগল কোন কোন ভারতীয় ছবি?
আরও পড়ুন: '𓂃তাল ছাড়া থাপ্পড় মারা উচিত' আরজি কর বিতর্কে কড়া ভাষায় কুণালের বিদ্রুপের জবাব রুদ্রনীলের
প্রধানমন্ত্রী ভারতীয় ছবি নিয়ে কী বললেন?
🔜এদিন মন কী বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমাদের অ্যানিমেশন ছবি হোক বা সাধারণ ছবি, টিভি সিরিয়াল বুঝিয়ে দেয় ভারতের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ক্ষমতা। এই ইন্ডাস্ট্রি খালি দেশের উন্নতিতে অবদান রাখছে ভীষণ ভাবে সেটাই নয়, একই সঙ্গে আমাদের দেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আমাদের ফিল্ম এবং বিনোদন ইন্ডাস্ট্রি বৃহৎ। একাধিক ভারতীয় ভাষায় ছবি বানানো হয়। ক্রিয়েটিভ কন্টেন্ট বানানো হয়। আমি আমাদের ফিল্ম এবং বিনোদন ইন্ডাস্ট্রিকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ এটাই এক ভারত শ্রেষ্ঠ ভারত ভাবনাকে আরও শক্তপোক্ত করেছে।' এই পোস্টটি এদিন শেয়ার করেন কিং খান।
কী লিখেছেন শাহরুখ খান?
🌠এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্ট শেয়ার করেন শাহরুখ খান। একই সঙ্গে তিনি সেখানে প্রসার ভারতীর নতুন OTT প্ল্যাটফর্ম ওয়েভসের বিষয়ে কথা বলেন যা কিছুদিন সেই গোয়ায় অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে লঞ্চ করা হয়েছে।
💖অন্যান্য তারকাদের মতো তিনি এদিন সেই OTT প্ল্যাটফর্মের প্রচার করে লেখেন, 'আমি রীতিমত মুখিয়ে আছি ওয়েভসের জন্য। এটা ফিল্ম এবং বিনোদনের দুনিয়ায় একটা নতুন শিখর যেটা আমাদের দেশে অনুষ্ঠিত হবে। আমাদের ইন্ডাস্ট্রিকে উদযাপন করার অবকাশ তো বটেই এটা, একই সঙ্গে এই ইন্ডাস্ট্রি ভারতের অর্থনীতিতে কতটা অবদান রাখে সেটাও বোঝাবে।'
ওয়েভস প্রসঙ্গে
💛ডিজিটাল যুগ এটা। অনলাইন মাধ্যমকে উপেক্ষা করার কোনও উপায় বা অবকাশ নেই। আর এমন সময় দাঁড়িয়ে নতুন OTT মাধ্যম নিয়ে এল প্রসার ভারতী। নাম ওয়েভস। ২১ নভেম্বর গোয়ায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার উদ্বোধনের দিন মুক্তি পেল প্রসার ভারতীর এই OTT মাধ্যম ওয়েভস। গোয়ায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এটির উদ্বোধন করেন। এটির বিষয়ে বলেন, ভারতীয় বিনোদন জগতের কাছে এটা একটা মাইলফলক। এই OTT মাধ্যমের ট্যাগলাইন হল ওয়েভস ফ্যামিলি বিনোদনের একটি নতুন তরঙ্গ।