♚ পরবর্তী ট্রেন কখন ছাড়বে বা কোন প্লাটফর্ম থেকে ছাড়বে? তারজন্য অধীর আগ্রহে স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে চেয়ে রয়েছেন যাত্রীরা। সেই সময় ঘটল অস্বস্তিকর ঘটনা। রেলস্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল অশ্লীল ভিডিয়ো। আর তা দেখে তাজ্জব হয়ে গেলেন যাত্রীরা। এমন অভিযোগ উঠেছে বাংলাদেশের কমলাপুর রেল স্টেশনে। অভিযোগ, গত শুক্রবার রাতে স্টেশনের ডিসপ্লে বোর্ডে আচমকা অশ্লীল ভিডিয়ো প্রচার শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে সেই ভিডিয়ো। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আরও পড়ুন: ❀৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ছবি পোস্ট করে পশ্চিমবঙ্গে NRCর দাবি তুললেন শুভেন্দু
🐽বাংলাদেশের সংবাদ মধ্যম সূত্রে জানা গিয়েছে, সাধারণত কখন ট্রেন ছাড়বে বা কখন ট্রেন এসে পৌঁছবে সেই সংক্রান্ত তথ্য প্রদর্শন করার জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে বাংলাদেশের অন্যান্য স্টেশনের পাশাপাশি কমলাপুর রেলওয়ে স্টেশনে। ফলে এমন ধরনের অশ্লীল ভিডিয়ো প্রচারের ঘটনায় অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ রেলওয়ে। যদিও রেল স্টেশনের ডিসপ্লে বোর্ডে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও কমলাপুর সহ বেশ কয়েকটি স্টেশনে একই ঘটনা ঘটেছিল। গত ৫ অগস্ট আওয়ামী লিগ সরকারের পতন হয়েছিল। তারপরে কমলাপুর এবং খুলনা রেল স্টেশনের প্রবেশ মুখে দুবার ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বিতর্কিত বিষয় প্রদর্শনের ঘটনা ঘটেছিল। গত ২৬ অক্টোবর সকালে কমলাপুর স্টেশনের প্রবেশপথের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লিগ জিন্দাবাদ’ লেখা ভেসে উঠেছিল।
ꦑএর আগে ১৪ ডিসেম্বর সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হয়েছিল। তাতে লেখা ছিল ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কররূপে ফিরবে।’ আরও লেখা ছিল, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার ফিরবে।’
𝓰রেল সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাত ২ টো ৫ মিনিট নাগাদ কমলাপুর স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ভিডিয়ো দেখানো শুরু হয় এবং ভিডিয়ো শুরু হওয়ার পরেই তা সঙ্গে সঙ্গে বন্ধ হয়নি। ২০ মিনিট ধরে এই অশ্লীল ভিডিয়ো চলেছিল। তারফলে শুধু রেলই নয়, অভিভাবক অথবা সন্তান স্ত্রীদের সঙ্গে থাকা যাত্রীরা ব্যাপক অস্বস্তিতে পড়েছিলেন। ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন। শেষ পর্যন্ত ভিডিয়ো বন্ধ করতে এক যাত্রী পাথর ছুড়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলেন।এই ঘটনায় রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।