✱ সলমন দুটি জিনিসের জন্য ভীষণ বিখ্যাত ছিলেন। একটি হল বিনা শার্টে পারফর্ম করা অন্যটি হল প্রেম চরিত্রে অভিনয় করা। দীর্ঘ কেরিয়ারে সলমনের যে গানগুলি সব থেকে বেশি হিট হয়েছিল তার মধ্যে একটি হল পেয়ার কিয়া তো ডরনা কেয়া সিনেমার ও ও জানে জানা।
💯১৯৯৮ সালে সোহেল খান পরিচালিত ‘পেয়ার কিয়া তো ডারনা কেয়া’ সিনেমায় সলমন এবং আরবাজ দুই ভাই অভিনয় করেছিলেন। অভিনয় করেছিলেন কাজল, ধর্মেন্দ্র, কিরণ কুমার, প্রাণ সহ আরও অনেকে। এই সিনেমার গল্প যেমন মানুষের ভীষণ পছন্দ হয়েছিল তেমন সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল সিনেমার একটি গান।
আরও পড়ুন: 💎দেবলীনাকে 'রাস'-এর স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলতে বলেছেন তথাগত! কেন? যা বললেন নায়িকা
🍷ও ও জানে জানা, এই গানটির মাধ্যমেই সিনেমায় এন্ট্রি হয়েছিল সলমনের। ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে এই গানটি আজও বহু স্মৃতি তৈরি করে। ইউটিউব বা স্পটিফাই ছিল না ঠিকই কিন্তু এই গানটি শোনার জন্য তখন অকাতরে বিক্রি হয়েছিল গানের ক্যাসেট। ১৯৯৮ সালের ফের ২০২৪ সালে সলমনের মুখে শোনা গেল লাভ ইউ অল।(গানটি শুরু হওয়ার আগের লিরিক্স)
🌌গত ২৭ ডিসেম্বর গুজরাটের জামনগরে আয়োজন করা হয়েছিল ভাইজানের জন্মদিনের অনুষ্ঠান। মুকেশ আম্বানি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইজানের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। উপস্থিত ছিলেন মুকেশ এবং নীতা আম্বানি। সকলের সামনে ভাগ্নিকে নিয়ে কেক কাটার পর শুরু হয়েছিল আতশবাজির খেল।
𒅌তবে এত কিছুর মধ্যে সবথেকে স্পেশাল মুহূর্ত তখন তৈরি হয়েছিল যখন গিটারের তালে তালে সলমনকে গাইতে শোনা গেল ও ও জানে জানা গানটি। ভাইজানের মুখে বহুদিনের পুরনো এই গানটি শুনে পুরনো দিনের কথা মনে পড়ে যায় উপস্থিত সকলের। পড়বে নাই বা কেন, যতই হোক ৯০ দশকের মানুষের কাছে এই গানটি যে ভীষণ স্পেশাল, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: 🐻দক্ষিণের চাপে কোণঠাসা বলিউড? নাগার অপমানে গর্জন বনির-'আল্লু তো অমিতাভ ভক্ত'
আরও পড়ুন: ❀ফিনল্যাল্ডে তুষারের মাঝে জমল প্রেম! বছরশেষে ভালোবাসার ইস্তেহার ‘ভাবি ২’ তৃপ্তির?
𝐆প্রসঙ্গত, ভাইজানের জন্মদিন অনুষ্ঠানে আম্বানি পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির মা কোকিলা আম্বানি। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ভাইজানকে দেখতে পাওয়া যায় কোকিলা আম্বানির কাছে গিয়ে আশীর্বাদ নিতে। সলমনের এই নম্র ব্যবহার আরও একবার তাঁকে সকলের কাছে ভালোবাসার পাত্র করে তোলে।