মাত্র ২০ ঘণ্টার মধ্যেই নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ভুলে গিয়েছে কংগ্রেস! সেই কারণেই তাঁর অস্থি বিসর্জনের সময় যমুনা ঘাটে কংগ্রেসের কো💃নও প্রতিনিধি উপস্থিত থাকেননি। সেখানে দেখা যায়নি গান্ধী পরিবারের কোনও সদস্যক🐓ে!
রবিবার এই অভিযোগ তুলে তেড়েফুঁড়ে কংগ্রেসকে আক্রমণ করতে মাঠে নেমেছিল বিজেপি। সোমবার তার জবাব দিল কংগ্রেস। দলের নেতা পবন খে✱রা জানালেন, বিজেপি যেটা বলছে🥃, সেটা আদতে তাদের আইটি সেলের অপপ্রচার। এর জন্য বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্যের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।
পবন জানান, কংগ্রেস যা করেছে, ড. মনমোহন সিংয়ের পরিবারের সঙ্গে কথা বলেই করেছে൲। আসলে প্রয়াত প্রাক্তন 👍প্রধানমন্ত্রীর পরিবারের গোপনীয়তার অধিকারকে মর্যাদা দিতেই মনমোহন সিংয়ের চিতাভষ্ম বিসর্জন দেওয়ার রীতিতে যোগ দেয়নি কংগ্রেস।
এই বিষয়ে এদিন𓆉 একটি বিবৃতি প্রকাশ করেন কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্য়ান পবন খেরা। তাতে জানানো হয়, 'ড. মনমোহন সিংয়ের পরিবারের সদস্যদের ব্যক্তিগত পরিসরের গোপনীয়তা বজায় রাখতেই কংগ্রেসের শীর্ষ নেতারা কেউ তাঁর অস্থি বিসর্জনের নিয়ম পালনে অংশগ্রহণ করেননি। তবে, শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং শ্র♊ীমতী প্রিয়াঙ্কা গান্ধী বঢরাজি পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের বাড়িতেই সাক্ষাৎ করেছেন।'
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে। 'ওঁদের (পরিবারের সদস্যদের) সঙ্গে কথা বলার পর, আমাদের মনে হয়েছে, (ড. মনমোহন সিংয়ের দেহ) দাহ করার সময়েও ওঁরা ওঁদের ব্যক্তিগত গোপনীয়তা সম্পূর্ণভাবে বজায় রাখতে পꦐারেননি।'
'সেই কারণেই তাঁরা যাতে একান্তই নিজেদের মতো করে, সম্পূর্ণ বඣ্যক্তিগত পরিসরের মধ্যেই ফুল চুনানা ও অস্থি বিসর্জন করতে পারেন, তার জন্যই তাঁদের থেকে দূরে থাকা হয়েছে। কারণ, এই রীতিগুলি পালন করা অত্যন্ত বেদনার। এবং পরিবারের আপনজনদের কাছে এগুলি খুব কঠিন।'
প্রসঙ্গত, এর আগে অমিত মালব্য এই বিষয়টি নিয়ে কংগ্রেসকে তোপ দাগেন। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ♒'এটা দেখে খুবই দুঃখ লাগল যꦿে কংগ্রেসের তরফে বা গান্ধী পরিবারের পক্ষ থেকে একজনও ড. মনমোহন সিংজির অস্থি নেওয়ার জন্য উপস্থিত থাকলেন না।'
'যখনই সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হয়, কিংবা রাজনীতি করার সময় হয়, তখন সেখানে কংগ🐻্রেস থাকে। কিন্তু, যখনই তাঁকে সম্মান প্রদর্শনের দরকার হয়, তারা হাওয়া হয়ে যায়! সত্যিই লজ্জার!'
প্রসঙ্গত,꧑ শুধুমাত্র অমিত মালব্য নন। রবিবার এই বিষয়টি নিয়ে বিজেপির একাধিক নেতা কংগ্রেসকে তোপ দেগেছেন। সরাসরি আক্রমণ করেছেন গান্ধী পরিবারকে।